Saturday, January 22, 2022

পর্ব – ৮ (বিসর্গ সন্ধি)

 


বিসর্গ সন্ধি সূত্রসহ না বুঝলে অসুবিধা হতে পারে। প্রথমে বিসর্গ  ( ঃ) কী সেটা আগে বুঝতে হবে। উচ্চারণের ক্ষেত্রে বাংলায় বিসর্গকে আমরা ‘হসন্ত হ’ বলতে পারি; অর্থাৎ হ্‌-ধ্বনির আগে স্বরধ্বনি থাকবে, পরে নয়। সংস্কৃতে বিসর্গ সাধারণত দুই প্রকার; র্‌-জাত বিসর্গ (পুনঃ > পুনর্‌, অন্তঃ > অন্তর্‌, নিঃ > নির্‌, প্রাতঃ > প্রাতর্‌ ইত্যাদি) এবং স্‌-জাত বিসর্গ (নমস্‌ = নমঃ, তপস্‌ = তপঃ, শিরস্‌= শিরঃ ইত্যাদি)। বিসর্গ সন্ধিও এক প্রকার ব্যঞ্জনসন্ধি।

উদাহরণ সহ কিছু সূত্র তুলে ধরা যাক।

১)   ঃ (স্‌-জাত) + স্বরধ্বনি = ও

          ততঃ (ততস্‌) + অধিক = ততোধিক          অঃ + অ = ও

২)   ঃ (র্‌-জাত) + স্বরধ্বনি = র্‌ + স্বরধ্বনি

          পুনঃ (পুনর্‌) + অপি = পুনরপি              অঃ + অ = অর্‌ + অ

          নিঃ + অন্ন = নিরন্ন                          ইঃ + অ = ইর্‌ + অ

          দুঃ + অবস্থা = দুরবস্থা                       উঃ + অ = উর্‌ + অ

          নিঃ + আকার = নিরাকার                     ইঃ + আ = ইর্‌ + আ

          জ্যোতিঃ + ইন্দ্র = জ্যোতিরিন্দ্র                 ইঃ + ই = ইর্‌ + ই

৩)  অঃ + স্বরবর্ণ (অ ছাড়া) = অ + স্বরবর্ণ     (ঃ লোপ)

          অতঃ + এব = অতএব                      অঃ + এ = অ + এ

৪)   ঃ + অঘোষ বর্ণ (তালব্য/মূর্ধন্য/দন্ত্য) = শ্‌/ষ্‌/স্‌ + অঘোষ বর্ণ

          নিঃ + চয় = নিশ্চয়                        ঃ+ চ (তালব্য বর্গের ১ম) = শ্‌ + চ

          নিঃ + ঠুর = নিষ্ঠুর                         ঃ + ঠ (মূর্ধন্য বর্গের ২য়) = ষ্‌ + ঠ

          ইতঃ + ততঃ = ইতস্ততঃ                   ঃ + ত (দন্ত্য বর্গের ১ম) = স্‌ + ত

৫)   ঃ (স্‌-জাত)+ ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ = ও + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ

          মনঃ + মোহন = মনোমোহন               অঃ + ম (ঘোষ বর্ণ) = ও + ম

          মনঃ + রোগ = মনোরোগ                  অঃ + র (অন্তঃস্থ বর্ণ) = ও + র

          পুরঃ + হিত = পুরোহিত                    অঃ + হ = ও + হ

৬)   ঃ (র্‌-জাত) + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ = র্‌+ ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ

          পুনঃ + জন্ম = পুনর্জন্ম                    অঃ + জ (ঘোষ বর্ণ) = অর্‌ + জ

          পুনঃ + বিবেচনা = পুনর্বিবেচনা           অঃ + ব (অন্তঃস্থ বর্ণ) = অর্‌ + ব

          অন্তঃ + হিত = অন্তর্হিত                     অঃ + হ = অর্‌ + হ

৭) স্বরধ্বনি (অ, আ ছাড়া) +   ঃ + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ = স্বরধ্বনি (অ, আ ছাড়া) + র্‌ + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ

          দুঃ + গম = দুর্গম                        উঃ + গ (ঘোষ বর্ণ) = উর্‌ + গ

          আশীঃ + বাদ = আশীর্বাদ                ঈঃ + ব (অন্তঃস্থ বর্ণ) = ঈর্‌ + ব

         

৮)   ঃ (র্‌-জাত) + র্‌ = দীর্ঘস্বর + র্ (বিসর্গ লোপ পেয়ে তার পূর্বের স্বরধ্বনি দীর্ঘ হয়)

          নিঃ + রব = নীরব                  ইঃ + র = ঈ + র

          চক্ষুঃ + রোগ = চক্ষূরোগ            উঃ + র = ঊ + র

৯) ঃ (র্‌-জাত) + অঘোষ (কণ্ঠ্য/ঔষ্ঠ্য) = ষ্‌ + অঘোষ (কণ্ঠ্য/ঔষ্ঠ্য)

          চতুঃ + পদ = চতুষ্পদ             উঃ + প = উষ্‌ + প (ঔষ্ঠ্য অঘোষ)

          আবিঃ + কার = আবিষ্কার          ইঃ + ক =ইষ্‌ + ক (কণ্ঠ্য অঘোষ)

১০)   ঃ (স্‌-জাত) + কর/কার/কাম/কান্ত = স্‌ + কর/কার/কাম/কান্ত

          মনঃ + কাম = মনস্কাম

          নমঃ + কার = নমস্কার

          শ্রেয়ঃ + কর = শ্রেয়স্কর

১১)   ঃ + (কণ্ঠ্য/ঔষ্ঠ্য) অঘোষ/উষ্ম বর্ণ =   ঃ + অঘোষ/উষ্ম বর্ণ

          নিঃ + শেষ = নিঃশেষ           ঃ + শ (উষ্ম) =   ঃ + শ (বিসর্গ লোপ পায় না)

          শিরঃ + পীড়া = শিরঃপীড়া          ঃ + প (ঔষ্ঠ্য অঘোষ) =   ঃ + প

বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা আপাতত এই পর্যন্ত হলেও চলবে। নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। কিছু জরুরি বাংলা সন্ধি ও ছাত্র-ছাত্রীদের দরকারি কিছু সন্ধি বিচ্ছেদের তালিকাও প্রকাশ করা হবে।

No comments:

Post a Comment

পর্ব -- ৯ ( নিপাতনে সিদ্ধ সন্ধি, বাংলা সন্ধি ও জরুরি সন্ধি বিচ্ছেদ)

  এই পর্বে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সন্ধির তালিকা প্রকাশ করব, সঙ্গে থাকবে নিপাতনে সিদ্ধ সন্ধিও। তবে তার আগে বাংলা সন্ধি নিয়ে আ...