এই পর্বে ছাত্র-ছাত্রীদের
সুবিধার কথা মাথায় রেখে সন্ধির তালিকা প্রকাশ করব, সঙ্গে থাকবে নিপাতনে সিদ্ধ সন্ধিও।
তবে তার আগে বাংলা সন্ধি নিয়ে আলোচনা করব। বাংলা সন্ধি অনেকটা জটিলতা বর্জিত। সমীভবন
ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে দ্রুত উচ্চারণ এর উদ্দেশ্য। কিছু বাংলা সন্ধি সূত্র সহ রইল
এখানে –
১) অ + এ = এ
শত + এক = শতেক
২) আ + আ = আ
রূপা + আলি = রূপালি
৩) স্বরবর্ণ + স্বরবর্ণ =
স্বরবর্ণ (পরবর্তী স্বর লোপ)
খানি + এক = খানিক ই
+ এ = ই (এ লোপ)
যা + ইচ্ছে + তাই = যাচ্ছেতাই আ + ই = আ
দেব + অখন = দেব’খন অ
+ অ = অ
৪) অ/আ/এ/ও + এ = য়
ভাল + এ = ভালয় অ
+ এ = য়
৫) হসন্ত ব্যঞ্জন + স্বর
= সন্ধি
বার + এক = বারেক র্
+ এ = রে
৬) স্বর + ব্যঞ্জন = ব্যঞ্জন
(পূর্ববর্তী স্বর লোপ)
কত + দূর = কদ্দুর অ
+ দ = দ (ত্ হয়ে গেছে দ্, ত্-এর পরের অ লোপ)
কাঁচা + কলা = কাঁচকলা আ
+ ক = ক
৭) ১ম বর্ণ + ৩য়/৪র্থ বর্ণ
= ৩য় বর্ণ + ৩য়/৪র্থ বর্ণ (সমীভবন)
বদ + জাত = বজ্জাত দ্
+ জ = জ্জ
৮) র্ + ব্যঞ্জন = সমীভবন
চার
+ টি = চাট্টি র্ + ট
= ট + ট
৯) চ + শ/স = শ/স + শ/স
পাঁচ + শ = পাঁশ্শো
১০) ব্যঞ্জন + ব্যঞ্জন = ব্যঞ্জন
(পূর্ববর্তী ব্যঞ্জন লোপ)
জগৎ + বন্ধু = জগবন্ধু
১১) ত + স = চ্ছ
কুৎ + সিত = কুচ্ছিত
ছাত্রছাত্রীদের জন্য কিছু
সন্ধি-বিচ্ছেদ
১ম পর্যায়
১) নবান্ন = নব + অন্ন
২) দেবালয় = দেব + আলয়
৩) আশাতীত = আশা + অতীত
৪) বিদ্যালয় = বিদ্যা + আলয়
৫) হিমালয় = হিম + আলয়
৬) রবীন্দ্র = রবি + ইন্দ্র
৭) মরূদ্যান = মরু + উদ্যান
৮) গিরীশ = গিরি + ঈশ
৯) যাবজ্জীবন = যাবৎ + জীবন
১০) জগন্নাথ = জগৎ + নাথ
১১) চলচ্চিত্র = চলৎ + চিত্র
১২) সজ্জন = সৎ + জন
১৩)
উল্লেখ = উৎ + লেখ
১৪)
উজ্জ্বল = উৎ + জ্বল
১৫)
উড্ডীন = উৎ + ডীন
১৬) শতেক = শত + এক
১৭) তিলেক = তিল + এক
১৮) ঠাকুরালি = ঠাকুর + আলি
১৯) বজ্জাত = বদ + জাত
২০) পাঁশশো = পাঁচ + শো
২য় পর্যায়
১) গণেশ = গণ + ঈশ
২) যথেষ্ট = যথা + ইষ্ট
৩) হিতোপদেশ = হিত+ উপদেশ
৪) সূর্যোদয় = সূর্য + উদয়
৫) মহোৎসব = মহা + উৎসব
৬) রাজর্ষি = রাজা + ঋষি
৭) দিগন্ত = দিক্ + অন্ত
৮) সদানন্দ = সৎ + আনন্দ
৯) জগদীশ = জগৎ + ঈশ
১০) দুর্গম = দুঃ + গম
১১) নির্ভয় = নিঃ + ভয়
১২) পুনর্জন্ম = পুনঃ + জন্ম
১৩) নিশ্চয় = নিঃ + চয়
১৪) পুরস্কার = পুরঃ + কার
১৫) নমস্কার = নমঃ + কার
৩য় পর্যায়
১) জনৈক = জন + এক
২) মহৌষধি = মহা + ওষধি
৩) বনৌষধি = বন +ওষধি
৪) ধনশ্বৈর্য = ধন + ঐশ্বর্য
৫) ক্ষুধার্ত= ক্ষুধা + ঋত
৬) প্রত্যুত্তর = প্রতি +
উত্তর
৭) অত্যন্ত = অতি + অন্ত
৮)
অত্যাচার = অতি + আচার
৯)
প্রত্যেক = প্রতি + এক
১০) অন্বেষণ = অনু + এষণ
১১) স্বাগত = সু + আগত
১২)
নিষ্ফল = নিঃ + ফল
১৩)
দুষ্কর = দুঃ + কর
১৪)
আবিষ্কার = আবিঃ + কার
১৫)
দুষ্পাচ্য = দুঃ + পাচ্য
৪র্থ
পর্যায়
১)
শয়ন = শে + অন
২)
নায়ক = নৈ + অক
৩)
পবন = পো + অন
৪)
পবিত্র = পো + ইত্র
৫)
ভুবন = ভো + অন
৬)
নাবিক = নৌ + ইক
৭)
পাবক = পৌ + অক
৮)
পরিচ্ছদ = পরি + ছদ
৯)
বিচ্ছেদ = বি + ছেদ
১০)
উদ্ধার = উৎ + হার
১১)
উচ্ছ্বাস = উৎ + শ্বাস
১২)
উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল
১৩)
সন্ন্যাস = সম্ + ন্যাস
১৪)
সংগীত = সম্ + গীত
১৫)
বাঙ্ময় = বাক্ + ময়
১৬)
পুরোহিত = পুরঃ + হিত
১৭)
মনোযোগ = মনঃ + যোগ
১৮)
ততোধিক = ততঃ + অধিক
১৯)
নীরব = নিঃ + রব
২০)
নীরস = নিঃ + রস
৫ম
পর্যায়
১)
পিত্রালয় = পিতৃ + আলয়
২)
বৃষ্টি = বৃষ্ + তি
৩)
যজ্ঞ = যজ্ + ন
৪)
প্রশ্ন = প্রশ্ + ন
৫)
ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র
৬)
সংস্কার = সম্ + কার
৭)
গন্তব্য = গম্ + তব্য
৮)
প্রশংসা = প্রশন্ + সা
৯)
অতএব = অতঃ +এব
১০)
বয়ঃসন্ধি = বয়ঃ + সন্ধি
১১)
চতুঃসীমা = চতুঃ + সীমা
১২)
স্বৈর = স্ব + ঈর (নিপাতনে সিদ্ধ)
১৩)
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি (নিপাতনে সিদ্ধ)
১৪)
বৃহস্পতি = বৃহৎ + পতি (নিপাতনে সিদ্ধ)
১৫)
হরিশ্চন্দ্র = হরি + চন্দ্র (নিপাতনে সিদ্ধ)
১৬)
তস্কর = তৎ + কর (নিপাতনে সিদ্ধ)
১৭)
পরস্পর = পর + পর (নিপাতনে সিদ্ধ)
১৮)
একাদশ = এক + দশ (নিপাতনে সিদ্ধ)
১৯)
আশ্চর্য = আ + চর্য (নিপাতনে সিদ্ধ)
২০)
মনস্থ = মনঃ + স্থ (নিপাতনে সিদ্ধ)
২১)
বাচস্পতি = বাচঃ + পতি (নিপাতনে সিদ্ধ)
২২)
প্রৌঢ় = প্র + উঢ় (পাণিনির সূত্র)
২২)
গোবাক্ষ = গো + অক্ষ (পাণিনির সূত্র)
সন্ধি এ পর্যন্তই ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট। বুঝে শেখার জন্য পূর্ববর্তী পর্বগুলোতে দেওয়া সূত্র মিলিয়ে নিলে ভালো হবে। আগামী পর্বে আমরা সমাস নিয়ে আলোচনা করবো।
No comments:
Post a Comment