Thursday, January 6, 2022

পর্ব - ৬ (স্বরসন্ধি)

 

আগের পর্বে যুক্তবর্ণ নিয়ে আলোচনা হয়েছে। এই পর্বে স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি আসলে দুটি ধ্বনির মিলন – দুটি পাশাপাশি শব্দ যুক্ত হয়ে যখন একটি শব্দ হয়, তখন প্রথমটির শেষ ধ্বনি ও পরবর্তী শব্দের প্রথম ধ্বনির মিলন হয়। এই মিলিত রূপই হচ্ছে সন্ধি। সন্ধি মূলত তিন প্রকার – স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলা হয়।

যেমন – বিদ্যা + আলয় = বিদ্যালয়

ব্‌+ই+দ্‌+য্‌+আ + আ+ল্‌+অ+য়+অ = ব্‌+ই+দ্‌+য্‌++ল্‌+অ+য়্‌+অ

এখানে দুটি মিলে একটি হয়েছে।

স্বরসন্ধির কিছু নিয়ম বা সূত্র আছে, উদাহরণসহ সেই নিয়মগুলো উল্লেখ করা হল।

অ + অ = আ      নর + অধম = নরাধম

অ + আ = আ     দেব + আলয় = দেবালয়

আ + অ = আ     যথা + অর্থ = যথার্থ

আ + আ = আ     কারা + আগার = কারাগার

 

ই + ই = ঈ        রবি + ইন্দ্র = রবীন্দ্র

ই + ঈ = ঈ       পরি + ঈক্ষা = পরীক্ষা

ঈ + ই = ঈ       শচী + ইন্দ্র = শচীন্দ্র

ঈ + ঈ = ঈ       পৃথ্বী + ঈশ = পৃথ্বীশ

 

উ + উ = ঊ       মরু + উদ্যান = মরূদ্যান

উ + ঊ = ঊ       লঘু + ঊর্মি = লঘূর্মি

ঊ + উ = ঊ       বধূ + উক্তি = বধূক্তি

ঊ + ঊ = ঊ       ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব

 

অ + ই = এ       নর + ইন্দ্র = নরেন্দ্র

অ + ঈ = এ       গণ + ঈশ = গণেশ

আ + ই = এ      যথা + ইষ্ট = যথেষ্ট

আ + ঈ = এ      রমা + ঈশ = রমেশ

 

অ + উ = ও       নব + উদয় = নবোদয়

অ + ঊ = ও       চল + ঊর্মি = চলোর্মি

আ + উ = ও      যথা + উচিত = যথোচিত

আ + ঊ = ও      গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি

 

অ + ঋ = অর্‌     উত্তম + ঋণ = উত্তমর্ণ

আ + ঋ = অর্‌    রাজা + ঋষি = রাজর্ষি

 

অ + এ = ঐ       জন + এক = জনৈক

অ + ঐ = ঐ       মত + ঐক্য = মতৈক্য

আ + এ = ঐ      সদা + এব = সদৈব

আ + ঐ = ঐ      মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য

 

অ + ও = ঔ       বন + ওষধি = বনৌষধি

অ + ঔ = ঔ       চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য

আ + ও = ঔ      মহা + ওষধি = মহৌষধি

আ + ঔ = ঔ      মহা + ঔষধ = মহৌষধ

 

ই + অ = য       পরি + অন্ত =পর্যন্ত

ই + আ = যা      ইতি + আদি = ইত্যাদি

ই + উ = যু        অতি + উচ্চ = অত্যুচ্চ

ই + ঊ = যূ       প্রতি + ঊষ = প্রত্যুষ

ই + এ = যে      প্রতি + এক = প্রত্যেক

ঈ + অ = য       নদী + অম্বু = নদ্যম্বু

ঈ + আ = যা      মসী + আধার = মস্যাধার

 

উ + অ = ব       মনু + অন্তর = মন্বন্তর

উ + আ = বা      সু  + আগত = স্বাগত

  + ই = বি      অনু + ইত = অন্বিত

উ + ঈ  = বী      তনু + ঈ   = তন্বী

অ + এ  = বে     অনু + এষণ = অন্বেষণ

 

এ + অ = অয়     শে + অন = শয়ন

ঐ + অ = আয়    নৈ  + অক = নায়ক

 

ও + অ = অব     পো + অন  = পবন

ও + ই = অবি     পো + ইত্র  = পবিত্র

ঔ + অ = আব    পৌ + অক = পাবক

ঔ + ই = আবি    নৌ + ইক  = নাবিক

 

এছাড়াও আরো কিছু নিয়ম রয়েছে, আপাতত এসবের আলোচনার খুব একটা দরকার নেই। পরবর্তী পর্বে ব্যঞ্জনসন্ধি নিয়ে আলোচনা হবে।

No comments:

Post a Comment

পর্ব -- ৯ ( নিপাতনে সিদ্ধ সন্ধি, বাংলা সন্ধি ও জরুরি সন্ধি বিচ্ছেদ)

  এই পর্বে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সন্ধির তালিকা প্রকাশ করব, সঙ্গে থাকবে নিপাতনে সিদ্ধ সন্ধিও। তবে তার আগে বাংলা সন্ধি নিয়ে আ...