Friday, January 14, 2022

পর্ব - ৭ ( ব্যঞ্জনসন্ধি)

 

আগের পর্বে স্বরসন্ধি নিয়ে আলোচনা হয়েছে। এবার ব্যঞ্জনসন্ধি নিয়ে আলোচনা করব। স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলা হয়। সহজে খুঁজে পাওয়ার জন্যে কিছু ফর্মুলা বা সূত্র এখানে তুলে ধরা হল।

১) বর্গের ১ম বর্ণ + স্বরধ্বনি = ৩য় বর্ণ + স্বরধ্বনি

          যেমন,   দিক + অন্ত = দিগন্ত                  ক্‌ + অ = গ্‌ + অ

                   ষট + আনন = ষড়ানন                ট্‌ + আ = ড়্‌ + আ

                   নিজন্ত, সদুপায়, সুবন্ত ইতাদি

২) স্বরধ্বনি + ছ = স্বরধ্বনি + চ্ছ

          যেমন,   তরু + ছায়া = তরুচ্ছায়া              উ + ছ = উ + চ্ছ

                   পরিচ্ছদ, আচ্ছাদন, প্রচ্ছন্ন ইত্যাদি

৩) ত্‌/দ্‌ + চ/ছ = চ্‌ + চ/ছ

          যেমন,   চলৎ + চিত্র = চলচ্চিত্র                ত্‌ + চ = চ্চ

                   বিপদ + চয় = বিপচ্চয়               দ্‌ + চ = চ্চ

                   উচ্ছেদ, সচ্চিদানন্দ ইতাদি

৪) ত্‌/দ্‌ + জ/ঝ = জ্জ/জ্ঝ

          যেমন,   সৎ + জন = সজ্জন                   ত্‌ + জ = জ্জ

                   কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা             ত্‌ + ঝ = জ্ঝ

                   উজ্জ্বল, যাবজ্জীবন ইতাদি

৫) ত্‌ + ট/ঠ = ট্ট (ট্‌ +ট)

          যেমন,   বৃহৎ + টীকা = বৃহট্টীকা               ত্‌ + ট = ট্ট

৬) ত্‌ + ড/ঢ = ড্ড (ড+ড)

          যেমন,   উৎ + ডীন = উড্ডীন                  ত্‌ + ড = ড্ড

৭) ত্‌/দ + ল = ল্ল (ল্‌ + ল)

          যেমন,   উৎ + লাস = উল্লাস                  ৎ + ল = ল্ল

৮) ত্‌/দ্‌ + হ = দ্‌ + ধ (দ্ধ)

          যেমন,   উৎ + হত = উদ্ধত                   ৎ + হ = দ্ধ

৯) ত্‌/দ্‌ + শ = চ্‌ + ছ (চ্ছ)

          যেমন,   উৎ + শ্বাস = উচ্ছ্বাস                  ৎ + শ = চ্ছ

১০) ত্‌/দ্‌ + ন/ম = ন + ন/ম

          যেমন,   জগৎ + নাথ = জগন্নাথ                ৎ + ন = ন্ন

                   তদ + নিমিত্ত = তন্নিমিত্ত              ৎ + ন = ন্ন

                   মৃৎ + ময়     = মৃন্ময়                ৎ + ম = ন্ম

১১) উৎ + স্থা = উৎ + থা (স্‌ লোপ)

          যেমন,   উৎ + স্থান = উত্থান                 ৎ + স্‌ + থ = ত্‌ + থ (ত্থ)

১২) দ/ধ + ক/প = ৎ + ক/প

          যেমন,   হৃদ + কমল = হৃৎকমল

                   ক্ষুধ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা

১২) চ/জ + ন = চ/জ + ঞ

          যেমন,   যাচ্‌ + না = যাচ্ঞা                    চ্‌ + ন = চ্ঞ

                   যজ্‌ + ন =  যজ্ঞ                      জ্‌ + ন = জ + ঞ (জ্ঞ)

 

১৩) ক্‌ + ন/ম = ঙ্‌ + ন/ম (১ম বর্ণ > ৫ম বর্ণ)

          যেমন,   দিক + নির্ণয় = দিঙনির্ণয়             ক্‌ + ন = ঙ্‌ + ন

                   বাক  + ময় = বাঙ্ময়                 ক্‌ + ম = ঙ্ + ম

১৪) বর্গের ১ম বর্ণ + ৩য়/৪র্থ/অন্তঃস্থ বর্ণ/হ = ৩য় বর্ণ + ৩য়/৪র্থ/অন্তঃস্থ বর্ণ/হ

          যেমন,   দিক + বিজয় = দিগ্বিজয়              ক্‌ + ব = গ + ব

                   সৎ + ব্যবহার = সদ্ব্যবহার            ত্‌ + ব = দ্‌ + ব

                   ষট্‌ + যন্ত্র     = ষড়যন্ত্র               ট্‌ + য = ড় + য

১৫) ম + ক/গ/অন্তঃস্থ বর্ণ/উষ্ম বর্ণ = ং +

                   সম + গীত = সংগীত                 ম্‌ + গ = ং + গ

                   প্রিয়ম + বদা = প্রিয়ংবদা             ম্‌ + ব = ং + ব

                   সম + সার = সংসার                  ম্‌ + স = ং + স

১৬) ম + স্পর্শ বর্ণ = ৫ম + স্পর্শ বর্ণ

                   সম + পূর্ণ = সম্পূর্ণ                   ম্‌ + প = ম্‌ (প-বর্গের ৫ম) + প

                   সম + ন্যাস = সন্ন্যাস                 ম্‌ + ন = ন্‌ (ত-বর্গের ৫ম) + ন

                   সম + চয় = সঞ্চয়                    ম্‌ + চ = ঞ (চ-বর্গের ৫ম) + চ

১৭) সম্‌/পরি + কার = সং/পরি + স্কার/ষ্কার

          যেমন,   সম্‌ + কার = সংস্কার                 ম্‌ + ক = ম্‌ + স্ক (স্‌ + ক)

                   পরি + কার = পরিষ্কার                ই + ক = ই + ষ্ক (ষ্‌ + ক)

১৮) ম্‌ + ত = ন্‌ + ত

          যেমন,   গম্‌ + তব্য = গন্তব্য                   ম্‌ + ত = ন্ত

১৯) ন্ + শ/স = ং + শ/স

          যেমন,   হিন্‌ + সা = হিংসা                              ন্‌ + স = ং + স

২০) ষ্‌ + ত = ষ্‌ + ট

          যেমন,   বৃষ্‌ + তি = বৃষ্টি                     

২১) হ্‌/ধ্‌/ভ্‌ + ত = গ্‌/দ্‌/ব্‌ + ধ (গ্ধ/দ্ধ/ব্ধ)

          যেমন,   দহ্‌ + ত = দগ্ধ                       হ্‌ + ত = গ্ধ

                   বুধ্‌ + ত = বুদ্ধ                       ধ্‌ + ত = দ্ধ

                   লভ + ত = লব্ধ                      ভ্‌ + ত = ব্ধ

উপরের সন্ধির বেশিরভাগ ঘোষীভবন ও সমীভবনের মাধ্যমে হয়েছে বলা যায়। ক-এর গ হয়ে যাওয়া ঘোষীভবনের উদাহরণ। জ-এর টানে ত্‌-এর জ্‌ হয়ে যাওয়া সমীভবনের উদাহরণ। ব্যঞ্জনসন্ধি সম্পর্কে আলোচনা আপাতত এ পর্যন্ত থাক। নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে পরে আলোচনা করা যাবে। ছাত্র-ছাত্রীদের জন্যে কিছু দরকারি সন্ধি বিচ্ছেদ একটি পর্বে প্রকাশ করব। তবে আগামি পর্বে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব।

No comments:

Post a Comment

পর্ব -- ৯ ( নিপাতনে সিদ্ধ সন্ধি, বাংলা সন্ধি ও জরুরি সন্ধি বিচ্ছেদ)

  এই পর্বে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সন্ধির তালিকা প্রকাশ করব, সঙ্গে থাকবে নিপাতনে সিদ্ধ সন্ধিও। তবে তার আগে বাংলা সন্ধি নিয়ে আ...