Monday, January 31, 2022

পর্ব -- ৯ ( নিপাতনে সিদ্ধ সন্ধি, বাংলা সন্ধি ও জরুরি সন্ধি বিচ্ছেদ)

 

এই পর্বে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সন্ধির তালিকা প্রকাশ করব, সঙ্গে থাকবে নিপাতনে সিদ্ধ সন্ধিও। তবে তার আগে বাংলা সন্ধি নিয়ে আলোচনা করব। বাংলা সন্ধি অনেকটা জটিলতা বর্জিত। সমীভবন ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে দ্রুত উচ্চারণ এর উদ্দেশ্য। কিছু বাংলা সন্ধি সূত্র সহ রইল এখানে –

১) অ + এ = এ

          শত + এক = শতেক

২) আ + আ = আ

          রূপা + আলি = রূপালি

৩) স্বরবর্ণ + স্বরবর্ণ = স্বরবর্ণ (পরবর্তী স্বর লোপ)

          খানি + এক = খানিক                           ই + এ = ই (এ লোপ)

          যা + ইচ্ছে + তাই = যাচ্ছেতাই                 আ + ই = আ

          দেব + অখন = দেব’খন                        অ + অ = অ

৪) অ/আ/এ/ও + এ = য়

          ভাল + এ = ভালয়                             অ + এ = য়

৫) হসন্ত ব্যঞ্জন + স্বর = সন্ধি

          বার + এক = বারেক                           র্‌ + এ = রে

৬) স্বর + ব্যঞ্জন = ব্যঞ্জন (পূর্ববর্তী স্বর লোপ)

          কত + দূর = কদ্দুর                             অ + দ = দ (ত্‌ হয়ে গেছে দ্‌, ত্‌-এর পরের অ লোপ)

          কাঁচা + কলা = কাঁচকলা                        আ + ক = ক

৭) ১ম বর্ণ + ৩য়/৪র্থ বর্ণ = ৩য় বর্ণ + ৩য়/৪র্থ বর্ণ (সমীভবন)

          বদ + জাত = বজ্জাত                           দ্‌ + জ = জ্জ

৮) র্‌ + ব্যঞ্জন = সমীভবন

চার + টি = চাট্টি                      র্‌ + ট = ট + ট

৯) চ + শ/স = শ/স + শ/স

          পাঁচ + শ = পাঁশ্‌শো

১০) ব্যঞ্জন + ব্যঞ্জন = ব্যঞ্জন (পূর্ববর্তী ব্যঞ্জন লোপ)

          জগৎ + বন্ধু = জগবন্ধু

১১) ত + স = চ্ছ

          কুৎ + সিত = কুচ্ছিত

 

ছাত্রছাত্রীদের জন্য কিছু সন্ধি-বিচ্ছেদ

১ম পর্যায়

১) নবান্ন = নব + অন্ন

২) দেবালয় = দেব + আলয়

৩) আশাতীত = আশা + অতীত

৪) বিদ্যালয় = বিদ্যা + আলয়

৫) হিমালয় = হিম + আলয়

৬) রবীন্দ্র = রবি + ইন্দ্র

৭) মরূদ্যান = মরু + উদ্যান

৮) গিরীশ = গিরি + ঈশ

৯) যাবজ্জীবন = যাবৎ + জীবন

১০) জগন্নাথ = জগৎ + নাথ

১১) চলচ্চিত্র = চলৎ + চিত্র

১২) সজ্জন = সৎ + জন

১৩) উল্লেখ = উৎ + লেখ

১৪) উজ্জ্বল = উৎ + জ্বল

১৫) উড্ডীন = উৎ + ডীন

১৬) শতেক = শত + এক

১৭) তিলেক = তিল + এক

১৮) ঠাকুরালি = ঠাকুর + আলি

১৯) বজ্জাত = বদ + জাত

২০) পাঁশশো = পাঁচ + শো

 

২য় পর্যায়

১) গণেশ = গণ + ঈশ

২) যথেষ্ট = যথা + ইষ্ট

৩) হিতোপদেশ = হিত+ উপদেশ

৪) সূর্যোদয় = সূর্য + উদয়

৫) মহোৎসব = মহা + উৎসব

৬) রাজর্ষি = রাজা + ঋষি

৭) দিগন্ত = দিক্‌ + অন্ত

৮) সদানন্দ = সৎ + আনন্দ

৯) জগদীশ = জগৎ + ঈশ

১০) দুর্গম = দুঃ + গম

১১) নির্ভয় = নিঃ + ভয়

১২) পুনর্জন্ম = পুনঃ + জন্ম

১৩) নিশ্চয় = নিঃ + চয়

১৪) পুরস্কার = পুরঃ + কার

১৫) নমস্কার = নমঃ + কার

 

 ৩য় পর্যায়

১) জনৈক = জন + এক

২) মহৌষধি = মহা + ওষধি

৩) বনৌষধি = বন +ওষধি

৪) ধনশ্বৈর্য = ধন + ঐশ্বর্য

৫) ক্ষুধার্ত= ক্ষুধা + ঋত

৬) প্রত্যুত্তর = প্রতি + উত্তর

৭) অত্যন্ত = অতি + অন্ত

৮) অত্যাচার = অতি + আচার

৯) প্রত্যেক = প্রতি + এক

১০) অন্বেষণ = অনু + এষণ

১১) স্বাগত = সু + আগত

১২) নিষ্ফল = নিঃ + ফল

১৩) দুষ্কর = দুঃ + কর

১৪) আবিষ্কার = আবিঃ + কার

১৫) দুষ্পাচ্য = দুঃ + পাচ্য

 

৪র্থ পর্যায়

১) শয়ন = শে + অন

২) নায়ক = নৈ + অক

৩) পবন = পো + অন

৪) পবিত্র = পো + ইত্র

৫) ভুবন = ভো + অন

৬) নাবিক = নৌ + ইক

৭) পাবক = পৌ + অক

৮) পরিচ্ছদ = পরি + ছদ

৯) বিচ্ছেদ = বি + ছেদ

১০) উদ্ধার = উৎ + হার

১১) উচ্ছ্বাস = উৎ + শ্বাস

১২) উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল

১৩) সন্ন্যাস = সম্‌ + ন্যাস

১৪) সংগীত = সম্‌ + গীত

১৫) বাঙ্ময় = বাক্‌ + ময়

১৬) পুরোহিত = পুরঃ + হিত

১৭) মনোযোগ = মনঃ + যোগ

১৮) ততোধিক = ততঃ + অধিক

১৯) নীরব = নিঃ + রব

২০) নীরস = নিঃ + রস

 

৫ম পর্যায়

১) পিত্রালয় = পিতৃ + আলয়

২) বৃষ্টি = বৃষ্‌ + তি

৩) যজ্ঞ = যজ্‌ + ন

৪) প্রশ্ন = প্রশ্‌ + ন

৫) ষড়যন্ত্র = ষট্‌ + যন্ত্র

৬) সংস্কার = সম্‌ + কার

৭) গন্তব্য = গম্‌ + তব্য

৮) প্রশংসা = প্রশন্‌ + সা

৯) অতএব = অতঃ +এব

১০) বয়ঃসন্ধি = বয়ঃ + সন্ধি

১১) চতুঃসীমা = চতুঃ + সীমা

১২) স্বৈর = স্ব + ঈর (নিপাতনে সিদ্ধ)

১৩) পতঞ্জলি = পতৎ + অঞ্জলি (নিপাতনে সিদ্ধ)

১৪) বৃহস্পতি = বৃহৎ + পতি (নিপাতনে সিদ্ধ)

১৫) হরিশ্চন্দ্র = হরি + চন্দ্র (নিপাতনে সিদ্ধ)

১৬) তস্কর = তৎ + কর (নিপাতনে সিদ্ধ)

১৭) পরস্পর = পর + পর (নিপাতনে সিদ্ধ)

১৮) একাদশ = এক + দশ (নিপাতনে সিদ্ধ)

১৯) আশ্চর্য = আ + চর্য (নিপাতনে সিদ্ধ)

২০) মনস্থ = মনঃ + স্থ (নিপাতনে সিদ্ধ)

২১) বাচস্পতি = বাচঃ + পতি (নিপাতনে সিদ্ধ)

২২) প্রৌঢ় = প্র + উঢ় (পাণিনির সূত্র)

২২) গোবাক্ষ = গো + অক্ষ (পাণিনির সূত্র)


সন্ধি এ পর্যন্তই ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট। বুঝে শেখার জন্য পূর্ববর্তী পর্বগুলোতে দেওয়া সূত্র মিলিয়ে নিলে ভালো হবে। আগামী পর্বে আমরা সমাস নিয়ে আলোচনা করবো।

Saturday, January 22, 2022

পর্ব – ৮ (বিসর্গ সন্ধি)

 


বিসর্গ সন্ধি সূত্রসহ না বুঝলে অসুবিধা হতে পারে। প্রথমে বিসর্গ  ( ঃ) কী সেটা আগে বুঝতে হবে। উচ্চারণের ক্ষেত্রে বাংলায় বিসর্গকে আমরা ‘হসন্ত হ’ বলতে পারি; অর্থাৎ হ্‌-ধ্বনির আগে স্বরধ্বনি থাকবে, পরে নয়। সংস্কৃতে বিসর্গ সাধারণত দুই প্রকার; র্‌-জাত বিসর্গ (পুনঃ > পুনর্‌, অন্তঃ > অন্তর্‌, নিঃ > নির্‌, প্রাতঃ > প্রাতর্‌ ইত্যাদি) এবং স্‌-জাত বিসর্গ (নমস্‌ = নমঃ, তপস্‌ = তপঃ, শিরস্‌= শিরঃ ইত্যাদি)। বিসর্গ সন্ধিও এক প্রকার ব্যঞ্জনসন্ধি।

উদাহরণ সহ কিছু সূত্র তুলে ধরা যাক।

১)   ঃ (স্‌-জাত) + স্বরধ্বনি = ও

          ততঃ (ততস্‌) + অধিক = ততোধিক          অঃ + অ = ও

২)   ঃ (র্‌-জাত) + স্বরধ্বনি = র্‌ + স্বরধ্বনি

          পুনঃ (পুনর্‌) + অপি = পুনরপি              অঃ + অ = অর্‌ + অ

          নিঃ + অন্ন = নিরন্ন                          ইঃ + অ = ইর্‌ + অ

          দুঃ + অবস্থা = দুরবস্থা                       উঃ + অ = উর্‌ + অ

          নিঃ + আকার = নিরাকার                     ইঃ + আ = ইর্‌ + আ

          জ্যোতিঃ + ইন্দ্র = জ্যোতিরিন্দ্র                 ইঃ + ই = ইর্‌ + ই

৩)  অঃ + স্বরবর্ণ (অ ছাড়া) = অ + স্বরবর্ণ     (ঃ লোপ)

          অতঃ + এব = অতএব                      অঃ + এ = অ + এ

৪)   ঃ + অঘোষ বর্ণ (তালব্য/মূর্ধন্য/দন্ত্য) = শ্‌/ষ্‌/স্‌ + অঘোষ বর্ণ

          নিঃ + চয় = নিশ্চয়                        ঃ+ চ (তালব্য বর্গের ১ম) = শ্‌ + চ

          নিঃ + ঠুর = নিষ্ঠুর                         ঃ + ঠ (মূর্ধন্য বর্গের ২য়) = ষ্‌ + ঠ

          ইতঃ + ততঃ = ইতস্ততঃ                   ঃ + ত (দন্ত্য বর্গের ১ম) = স্‌ + ত

৫)   ঃ (স্‌-জাত)+ ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ = ও + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ

          মনঃ + মোহন = মনোমোহন               অঃ + ম (ঘোষ বর্ণ) = ও + ম

          মনঃ + রোগ = মনোরোগ                  অঃ + র (অন্তঃস্থ বর্ণ) = ও + র

          পুরঃ + হিত = পুরোহিত                    অঃ + হ = ও + হ

৬)   ঃ (র্‌-জাত) + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ = র্‌+ ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ

          পুনঃ + জন্ম = পুনর্জন্ম                    অঃ + জ (ঘোষ বর্ণ) = অর্‌ + জ

          পুনঃ + বিবেচনা = পুনর্বিবেচনা           অঃ + ব (অন্তঃস্থ বর্ণ) = অর্‌ + ব

          অন্তঃ + হিত = অন্তর্হিত                     অঃ + হ = অর্‌ + হ

৭) স্বরধ্বনি (অ, আ ছাড়া) +   ঃ + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ = স্বরধ্বনি (অ, আ ছাড়া) + র্‌ + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ

          দুঃ + গম = দুর্গম                        উঃ + গ (ঘোষ বর্ণ) = উর্‌ + গ

          আশীঃ + বাদ = আশীর্বাদ                ঈঃ + ব (অন্তঃস্থ বর্ণ) = ঈর্‌ + ব

         

৮)   ঃ (র্‌-জাত) + র্‌ = দীর্ঘস্বর + র্ (বিসর্গ লোপ পেয়ে তার পূর্বের স্বরধ্বনি দীর্ঘ হয়)

          নিঃ + রব = নীরব                  ইঃ + র = ঈ + র

          চক্ষুঃ + রোগ = চক্ষূরোগ            উঃ + র = ঊ + র

৯) ঃ (র্‌-জাত) + অঘোষ (কণ্ঠ্য/ঔষ্ঠ্য) = ষ্‌ + অঘোষ (কণ্ঠ্য/ঔষ্ঠ্য)

          চতুঃ + পদ = চতুষ্পদ             উঃ + প = উষ্‌ + প (ঔষ্ঠ্য অঘোষ)

          আবিঃ + কার = আবিষ্কার          ইঃ + ক =ইষ্‌ + ক (কণ্ঠ্য অঘোষ)

১০)   ঃ (স্‌-জাত) + কর/কার/কাম/কান্ত = স্‌ + কর/কার/কাম/কান্ত

          মনঃ + কাম = মনস্কাম

          নমঃ + কার = নমস্কার

          শ্রেয়ঃ + কর = শ্রেয়স্কর

১১)   ঃ + (কণ্ঠ্য/ঔষ্ঠ্য) অঘোষ/উষ্ম বর্ণ =   ঃ + অঘোষ/উষ্ম বর্ণ

          নিঃ + শেষ = নিঃশেষ           ঃ + শ (উষ্ম) =   ঃ + শ (বিসর্গ লোপ পায় না)

          শিরঃ + পীড়া = শিরঃপীড়া          ঃ + প (ঔষ্ঠ্য অঘোষ) =   ঃ + প

বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা আপাতত এই পর্যন্ত হলেও চলবে। নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। কিছু জরুরি বাংলা সন্ধি ও ছাত্র-ছাত্রীদের দরকারি কিছু সন্ধি বিচ্ছেদের তালিকাও প্রকাশ করা হবে।

Friday, January 14, 2022

পর্ব - ৭ ( ব্যঞ্জনসন্ধি)

 

আগের পর্বে স্বরসন্ধি নিয়ে আলোচনা হয়েছে। এবার ব্যঞ্জনসন্ধি নিয়ে আলোচনা করব। স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলা হয়। সহজে খুঁজে পাওয়ার জন্যে কিছু ফর্মুলা বা সূত্র এখানে তুলে ধরা হল।

১) বর্গের ১ম বর্ণ + স্বরধ্বনি = ৩য় বর্ণ + স্বরধ্বনি

          যেমন,   দিক + অন্ত = দিগন্ত                  ক্‌ + অ = গ্‌ + অ

                   ষট + আনন = ষড়ানন                ট্‌ + আ = ড়্‌ + আ

                   নিজন্ত, সদুপায়, সুবন্ত ইতাদি

২) স্বরধ্বনি + ছ = স্বরধ্বনি + চ্ছ

          যেমন,   তরু + ছায়া = তরুচ্ছায়া              উ + ছ = উ + চ্ছ

                   পরিচ্ছদ, আচ্ছাদন, প্রচ্ছন্ন ইত্যাদি

৩) ত্‌/দ্‌ + চ/ছ = চ্‌ + চ/ছ

          যেমন,   চলৎ + চিত্র = চলচ্চিত্র                ত্‌ + চ = চ্চ

                   বিপদ + চয় = বিপচ্চয়               দ্‌ + চ = চ্চ

                   উচ্ছেদ, সচ্চিদানন্দ ইতাদি

৪) ত্‌/দ্‌ + জ/ঝ = জ্জ/জ্ঝ

          যেমন,   সৎ + জন = সজ্জন                   ত্‌ + জ = জ্জ

                   কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা             ত্‌ + ঝ = জ্ঝ

                   উজ্জ্বল, যাবজ্জীবন ইতাদি

৫) ত্‌ + ট/ঠ = ট্ট (ট্‌ +ট)

          যেমন,   বৃহৎ + টীকা = বৃহট্টীকা               ত্‌ + ট = ট্ট

৬) ত্‌ + ড/ঢ = ড্ড (ড+ড)

          যেমন,   উৎ + ডীন = উড্ডীন                  ত্‌ + ড = ড্ড

৭) ত্‌/দ + ল = ল্ল (ল্‌ + ল)

          যেমন,   উৎ + লাস = উল্লাস                  ৎ + ল = ল্ল

৮) ত্‌/দ্‌ + হ = দ্‌ + ধ (দ্ধ)

          যেমন,   উৎ + হত = উদ্ধত                   ৎ + হ = দ্ধ

৯) ত্‌/দ্‌ + শ = চ্‌ + ছ (চ্ছ)

          যেমন,   উৎ + শ্বাস = উচ্ছ্বাস                  ৎ + শ = চ্ছ

১০) ত্‌/দ্‌ + ন/ম = ন + ন/ম

          যেমন,   জগৎ + নাথ = জগন্নাথ                ৎ + ন = ন্ন

                   তদ + নিমিত্ত = তন্নিমিত্ত              ৎ + ন = ন্ন

                   মৃৎ + ময়     = মৃন্ময়                ৎ + ম = ন্ম

১১) উৎ + স্থা = উৎ + থা (স্‌ লোপ)

          যেমন,   উৎ + স্থান = উত্থান                 ৎ + স্‌ + থ = ত্‌ + থ (ত্থ)

১২) দ/ধ + ক/প = ৎ + ক/প

          যেমন,   হৃদ + কমল = হৃৎকমল

                   ক্ষুধ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা

১২) চ/জ + ন = চ/জ + ঞ

          যেমন,   যাচ্‌ + না = যাচ্ঞা                    চ্‌ + ন = চ্ঞ

                   যজ্‌ + ন =  যজ্ঞ                      জ্‌ + ন = জ + ঞ (জ্ঞ)

 

১৩) ক্‌ + ন/ম = ঙ্‌ + ন/ম (১ম বর্ণ > ৫ম বর্ণ)

          যেমন,   দিক + নির্ণয় = দিঙনির্ণয়             ক্‌ + ন = ঙ্‌ + ন

                   বাক  + ময় = বাঙ্ময়                 ক্‌ + ম = ঙ্ + ম

১৪) বর্গের ১ম বর্ণ + ৩য়/৪র্থ/অন্তঃস্থ বর্ণ/হ = ৩য় বর্ণ + ৩য়/৪র্থ/অন্তঃস্থ বর্ণ/হ

          যেমন,   দিক + বিজয় = দিগ্বিজয়              ক্‌ + ব = গ + ব

                   সৎ + ব্যবহার = সদ্ব্যবহার            ত্‌ + ব = দ্‌ + ব

                   ষট্‌ + যন্ত্র     = ষড়যন্ত্র               ট্‌ + য = ড় + য

১৫) ম + ক/গ/অন্তঃস্থ বর্ণ/উষ্ম বর্ণ = ং +

                   সম + গীত = সংগীত                 ম্‌ + গ = ং + গ

                   প্রিয়ম + বদা = প্রিয়ংবদা             ম্‌ + ব = ং + ব

                   সম + সার = সংসার                  ম্‌ + স = ং + স

১৬) ম + স্পর্শ বর্ণ = ৫ম + স্পর্শ বর্ণ

                   সম + পূর্ণ = সম্পূর্ণ                   ম্‌ + প = ম্‌ (প-বর্গের ৫ম) + প

                   সম + ন্যাস = সন্ন্যাস                 ম্‌ + ন = ন্‌ (ত-বর্গের ৫ম) + ন

                   সম + চয় = সঞ্চয়                    ম্‌ + চ = ঞ (চ-বর্গের ৫ম) + চ

১৭) সম্‌/পরি + কার = সং/পরি + স্কার/ষ্কার

          যেমন,   সম্‌ + কার = সংস্কার                 ম্‌ + ক = ম্‌ + স্ক (স্‌ + ক)

                   পরি + কার = পরিষ্কার                ই + ক = ই + ষ্ক (ষ্‌ + ক)

১৮) ম্‌ + ত = ন্‌ + ত

          যেমন,   গম্‌ + তব্য = গন্তব্য                   ম্‌ + ত = ন্ত

১৯) ন্ + শ/স = ং + শ/স

          যেমন,   হিন্‌ + সা = হিংসা                              ন্‌ + স = ং + স

২০) ষ্‌ + ত = ষ্‌ + ট

          যেমন,   বৃষ্‌ + তি = বৃষ্টি                     

২১) হ্‌/ধ্‌/ভ্‌ + ত = গ্‌/দ্‌/ব্‌ + ধ (গ্ধ/দ্ধ/ব্ধ)

          যেমন,   দহ্‌ + ত = দগ্ধ                       হ্‌ + ত = গ্ধ

                   বুধ্‌ + ত = বুদ্ধ                       ধ্‌ + ত = দ্ধ

                   লভ + ত = লব্ধ                      ভ্‌ + ত = ব্ধ

উপরের সন্ধির বেশিরভাগ ঘোষীভবন ও সমীভবনের মাধ্যমে হয়েছে বলা যায়। ক-এর গ হয়ে যাওয়া ঘোষীভবনের উদাহরণ। জ-এর টানে ত্‌-এর জ্‌ হয়ে যাওয়া সমীভবনের উদাহরণ। ব্যঞ্জনসন্ধি সম্পর্কে আলোচনা আপাতত এ পর্যন্ত থাক। নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে পরে আলোচনা করা যাবে। ছাত্র-ছাত্রীদের জন্যে কিছু দরকারি সন্ধি বিচ্ছেদ একটি পর্বে প্রকাশ করব। তবে আগামি পর্বে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব।

Thursday, January 6, 2022

পর্ব - ৬ (স্বরসন্ধি)

 

আগের পর্বে যুক্তবর্ণ নিয়ে আলোচনা হয়েছে। এই পর্বে স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি আসলে দুটি ধ্বনির মিলন – দুটি পাশাপাশি শব্দ যুক্ত হয়ে যখন একটি শব্দ হয়, তখন প্রথমটির শেষ ধ্বনি ও পরবর্তী শব্দের প্রথম ধ্বনির মিলন হয়। এই মিলিত রূপই হচ্ছে সন্ধি। সন্ধি মূলত তিন প্রকার – স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলা হয়।

যেমন – বিদ্যা + আলয় = বিদ্যালয়

ব্‌+ই+দ্‌+য্‌+আ + আ+ল্‌+অ+য়+অ = ব্‌+ই+দ্‌+য্‌++ল্‌+অ+য়্‌+অ

এখানে দুটি মিলে একটি হয়েছে।

স্বরসন্ধির কিছু নিয়ম বা সূত্র আছে, উদাহরণসহ সেই নিয়মগুলো উল্লেখ করা হল।

অ + অ = আ      নর + অধম = নরাধম

অ + আ = আ     দেব + আলয় = দেবালয়

আ + অ = আ     যথা + অর্থ = যথার্থ

আ + আ = আ     কারা + আগার = কারাগার

 

ই + ই = ঈ        রবি + ইন্দ্র = রবীন্দ্র

ই + ঈ = ঈ       পরি + ঈক্ষা = পরীক্ষা

ঈ + ই = ঈ       শচী + ইন্দ্র = শচীন্দ্র

ঈ + ঈ = ঈ       পৃথ্বী + ঈশ = পৃথ্বীশ

 

উ + উ = ঊ       মরু + উদ্যান = মরূদ্যান

উ + ঊ = ঊ       লঘু + ঊর্মি = লঘূর্মি

ঊ + উ = ঊ       বধূ + উক্তি = বধূক্তি

ঊ + ঊ = ঊ       ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব

 

অ + ই = এ       নর + ইন্দ্র = নরেন্দ্র

অ + ঈ = এ       গণ + ঈশ = গণেশ

আ + ই = এ      যথা + ইষ্ট = যথেষ্ট

আ + ঈ = এ      রমা + ঈশ = রমেশ

 

অ + উ = ও       নব + উদয় = নবোদয়

অ + ঊ = ও       চল + ঊর্মি = চলোর্মি

আ + উ = ও      যথা + উচিত = যথোচিত

আ + ঊ = ও      গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি

 

অ + ঋ = অর্‌     উত্তম + ঋণ = উত্তমর্ণ

আ + ঋ = অর্‌    রাজা + ঋষি = রাজর্ষি

 

অ + এ = ঐ       জন + এক = জনৈক

অ + ঐ = ঐ       মত + ঐক্য = মতৈক্য

আ + এ = ঐ      সদা + এব = সদৈব

আ + ঐ = ঐ      মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য

 

অ + ও = ঔ       বন + ওষধি = বনৌষধি

অ + ঔ = ঔ       চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য

আ + ও = ঔ      মহা + ওষধি = মহৌষধি

আ + ঔ = ঔ      মহা + ঔষধ = মহৌষধ

 

ই + অ = য       পরি + অন্ত =পর্যন্ত

ই + আ = যা      ইতি + আদি = ইত্যাদি

ই + উ = যু        অতি + উচ্চ = অত্যুচ্চ

ই + ঊ = যূ       প্রতি + ঊষ = প্রত্যুষ

ই + এ = যে      প্রতি + এক = প্রত্যেক

ঈ + অ = য       নদী + অম্বু = নদ্যম্বু

ঈ + আ = যা      মসী + আধার = মস্যাধার

 

উ + অ = ব       মনু + অন্তর = মন্বন্তর

উ + আ = বা      সু  + আগত = স্বাগত

  + ই = বি      অনু + ইত = অন্বিত

উ + ঈ  = বী      তনু + ঈ   = তন্বী

অ + এ  = বে     অনু + এষণ = অন্বেষণ

 

এ + অ = অয়     শে + অন = শয়ন

ঐ + অ = আয়    নৈ  + অক = নায়ক

 

ও + অ = অব     পো + অন  = পবন

ও + ই = অবি     পো + ইত্র  = পবিত্র

ঔ + অ = আব    পৌ + অক = পাবক

ঔ + ই = আবি    নৌ + ইক  = নাবিক

 

এছাড়াও আরো কিছু নিয়ম রয়েছে, আপাতত এসবের আলোচনার খুব একটা দরকার নেই। পরবর্তী পর্বে ব্যঞ্জনসন্ধি নিয়ে আলোচনা হবে।

Thursday, December 9, 2021

পর্ব - ৫ (যুক্তব্যঞ্জন বা যুক্তবর্ণ)

আমরা ৪র্থ পর্বে আলোচনা করেছি ফলা বা ব্যঞ্জনচিহ্ন নিয়ে। এবার যুক্তবর্ণ অর্থাৎ একাধিক ব্যঞ্জনধ্বনির যুক্ত রূপ নিয়ে আলোচনা করব। ফলাও এর আওতায় পড়ে। তবে এখানে তার পুনরাবৃত্তি না করার চেষ্টা করব। তবুও যুক্তবর্ণের তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই শিক্ষার্থীদের উচিত ধীরে ধীরে তা চর্চা করে আয়ত্ত করা। যুক্তবর্ণের তালিকা :

ক্‌ +ক = ক্ক             টেক্কা

ক্‌ + ট = ক্ট             অক্টোপাস

ক্‌ + ত = ক্ত            ডাক্তার

ক্‌ + ষ = ক্ষ           শিক্ষক (উচ্চারণের সময় 'ক্‌+ষ' না হয়ে 'ক্‌+খ' হয়)

ক্‌ + স = ক্স            রিক্সা

গ্‌ + গ = গ্গ             বগ্গা 

গ্‌ + ধ = গ্ধ             দগ্ধ


ঙ্‌ + ক = ঙ্ক           পঙ্ক

ঙ্‌ + খ = ঙ্খ           শঙ্খ

ঙ্‌ + গ = ঙ্গ           বঙ্গ

ঙ্‌ + ঘ = ঙ্ঘ         লঙ্ঘন


চ্‌ + চ = চ্চ           উচ্চ

চ্‌ + ছ = চ্ছ           ইচ্ছা

চ্‌ + ঞ = চ্ঞ         যাচ্ঞা


জ্‌ + জ = জ্জ       সজ্জা

জ্‌ + ঝ = জ্ঝ         কুজ্ঝটিকা

জ্‌ + ঞ = জ্ঞ       আজ্ঞা (উচ্চারণের সময় 'জ্‌+ঞ' না হয়ে 'গ্‌+গ' হয়)


ঞ্‌ + চ = ঞ্চ           অঞ্চল

ঞ্‌ + ছ = ঞ্ছ           বাঞ্ছা

ঞ্‌ + জ = ঞ্জ         অঞ্জলি

ঞ্‌ + ঝ = ঞ্ঝ         ঝঞ্ঝা


ট + ট = ট্ট            অট্টালিকা


ড্‌ + ড = ড্ড         গড্ডালিকা



ণ্‌  + ট = ণ্ট         কণ্টক

ণ্‌  + ঠ = ণ্ঠ         কণ্ঠ

ণ্‌ + ড = ণ্ড        খণ্ড


ত্‌ + ত = ত্ত         উত্তম

ত্‌ + থ = ত্থ         উত্থান


দ্‌ + গ = দ্গ        উদ্গার

দ্ + ঘ = দ্ঘ         উদ্ঘাটন

দ্ + দ = দ্দ         খদ্দের

দ্ + ধ = দ্ধ         যুদ্ধ

দ্ + ভ = দ্ভ        উদ্ভব


ন্‌ + ট = ন্ট        পেন্ট

ন্‌ + ঠ = ন্ঠ         লন্ঠন

ন্‌ + ড = ন্ড         লন্ডন

ন্‌ + ত = ন্ত         অন্ত

ন্‌ + থ = ন্থ         পন্থা

ন্‌ + দ = ন্দ         বিন্দু

ন্‌ + ধ = ন্ধ         অন্ধ

ন্‌ + স = ন্স         মুন্সি


প্‌ + ট = প্ট        সাপ্টা

প্‌ +  ত = প্ত        সপ্ত

প্‌ + প = প্প         খপ্পর

প্‌ + স = প্স        অপ্সরা


ব্‌ + জ = ব্জ        কুব্জ

ব্‌ + দ = ব্দ         শব্দ

ব্‌ + ধ = ব্ধ         লব্ধ


ম্‌ + প = ম্প       কম্প

ম্‌ + ফ = ম্ফ       লম্ফ

ম্‌ + ব = ম্ব         লম্বা

ম্‌ + ভ = ম্ভ        রম্ভা


ল্‌ + ক = ল্ক        বল্কল

ল্‌ + গ = ল্গ         বল্গা

ল্‌ + ট = ল্ট         উল্টা

ল্‌ + ড = ল্ড         বিল্ডিং

ল্‌ + প = ল্প         অল্প


শ্‌  + চ = শ্চ         নিশ্চয়

শ্‌  + ছ = শ্ছ         শিরশ্ছেদ


ষ্‌ + ক = ষ্ক         পরিষ্কার

ষ্‌ + ট = ষ্ট           কষ্ট

ষ্‌ + ঠ = ষ্ঠ           নিষ্ঠুর

ষ্‌ + প = ষ্প       পুষ্প

ষ্‌ + ফ = ষ্ফ       নিষ্ফল


স্‌ + ক = স্ক         পুরস্কার

স্‌ + খ = স্খ         স্খলন

স্‌ + ট = স্ট         স্টেশন

স্‌ + ত = স্ত         বিস্তার

স্‌ + থ = স্থ         প্রস্থ

স্‌ + প = স্প      আস্পর্ধা

স্‌ + ফ = স্ফ      বিস্ফারিত


এছাড়াও কিছু বহুল ব্যবহৃত তিন বর্ণের যুক্তরূপ দেখানো হল : 


ক্‌ + ষ্‌ + ম = ক্ষ্ম             লক্ষ্মী

ক্‌ + ষ্‌ + য = ক্ষ্য             লক্ষ্য

গ্‌ + ন্‌ + য = গ্ন্য             অগ্ন্যাশয়

গ্‌ + ধ্‌ + য = গ্ধ্য             বৈদগ্ধ্য

ঙ্‌ + ক্‌ + ষ = ঙ্ক্ষ         আকাঙ্ক্ষা

চ্‌ + ছ্‌ + ব = চ্ছ্ব             উচ্ছ্বাস

জ্‌ + জ্‌ + ব = জ্জ্ব        উজ্জ্বল

ণ্‌ + ড্‌ + র = ণ্ড্র            পুণ্ড্র

ত্‌ + ত্‌ + ব = ত্ত্ব            সত্ত্ব

ত্‌ + ম্‌ + য = ত্ম্য          দৌরাত্ম্য

দ্‌ + ভ্‌ + র = দ্ভ্র             উদ্ভ্রান্ত

ন্‌ + ত্‌ + র = ন্ত্র             মন্ত্র

ন্‌ + ত্‌ + ব = ন্ত্ব            সান্ত্বনা

ন্‌ + দ্‌ + র = ন্দ্র            কেন্দ্র

ন্‌ + দ্‌ + ব = ন্দ্ব            দ্বন্দ্ব

ন্‌ + ধ্‌ + র = ন্ধ্র             রন্ধ্র

ম্‌ + প্‌ + র = ম্প্র         সম্প্রদায়

ম্‌ + ভ্‌ + র = ম্ভ্র           সম্ভ্রান্ত

র্‌ + ব্‌ + য = র্ব্য           নৈর্ব্যক্তিক

র্‌ + ত্‌ + র = র্ত্র           কর্ত্রী

র্‌ + দ্‌ + ব = র্দ্ব            নির্দ্বিধা

র্‌ + দ্‌ + র = র্দ্র            আর্দ্র

র্‌ + ধ্‌ + ব = র্ধ্ব           ঊর্ধ্ব

র্‌ + শ্‌ + ব = র্শ্ব            পার্শ্ব

ষ্‌ + ক্‌ + র = ষ্ক্র           নিষ্ক্রিয়

ষ্‌ + ট্‌ + র = ষ্ট্র            রাষ্ট্র

স্‌ + ত্‌ + র = স্ত্র            স্ত্রী

স্‌ + থ্‌ + য = স্থ্য           স্বাস্থ্য

এছাড়াও আরও কিছু কম ব্যবহৃত বা ইংরাজি ও সংস্কৃতে ব্যবহৃত যুক্তাক্ষর রয়েছে। 

এখানে দেখা যায় ক্ষ-এর উচ্চারণ বানানের মত নয়। যেমন, 'শিক্ষক' শব্দের উচ্চারণ 'শিক্‌ষক' না হয়ে 'শিক্‌খক' হয়ে যায়। জ্ঞ-এর উচ্চারণেও তা'ই; যেমন, 'আজ্ঞা' শব্দের উচ্চারণ 'আজ্‌ঞা' না হয়ে 'আগ্‌গা' হয়ে যায়।

বর্ণ ও ধ্বনি নিয়ে আরও কিছু আলোচনা করা জরুরি। কিন্তু আমরা এবার সরাসরি চলে যাবো সন্ধিতে। 

পর্ব -- ৯ ( নিপাতনে সিদ্ধ সন্ধি, বাংলা সন্ধি ও জরুরি সন্ধি বিচ্ছেদ)

  এই পর্বে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সন্ধির তালিকা প্রকাশ করব, সঙ্গে থাকবে নিপাতনে সিদ্ধ সন্ধিও। তবে তার আগে বাংলা সন্ধি নিয়ে আ...