Friday, September 17, 2021

 ইলিশ মাছ খেতে হলে তার কাঁটা বাছতে হবে। পদ্ম তুলতে হলেও তাই। আর কোনও কিছু শিখতে হলে কষ্ট তো করতেই হয়। গান শিখবেন আর রেওয়াজ করবেন না, তা কী করে হয়? অন্যান্য ভাষার মতো বাংলা শিখতেও একেবারে গোড়া থেকে আরম্ভ করতে হবে। 

মনে হতে পারে এ আবার কী! এখন আবার অ, আ শিখতে হবে নাকি? 

আলবাৎ শিখতেই হবে। অ-আ না শিখে বাংলা শিখবেন কী করে? 

অ , আ জানি না ভাবছেন? 

হ্যাঁ, অ-আ জানেন না আপনি। 

তাহলে পরীক্ষা হয়ে যাক। পারলে তো ভালোই। না  পারলে শিখতে তো হবেই।

ই, উ, ঋ বানান করে লিখুন তো।

স, ষ, শ বানান করে লিখুন তো। 

বর্ণমালায় 'ব' ২টা কেন? 

ড়, ঢ় বানান করে লিখুন। 

এই চারটি প্রশ্নের উত্তর খুঁজে নিন। আগামি দিন আবার দেখা হবে উত্তর নিয়ে। 

No comments:

Post a Comment

পর্ব -- ৯ ( নিপাতনে সিদ্ধ সন্ধি, বাংলা সন্ধি ও জরুরি সন্ধি বিচ্ছেদ)

  এই পর্বে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সন্ধির তালিকা প্রকাশ করব, সঙ্গে থাকবে নিপাতনে সিদ্ধ সন্ধিও। তবে তার আগে বাংলা সন্ধি নিয়ে আ...