আমরা ৪র্থ পর্বে আলোচনা করেছি ফলা বা ব্যঞ্জনচিহ্ন নিয়ে। এবার যুক্তবর্ণ অর্থাৎ একাধিক ব্যঞ্জনধ্বনির যুক্ত রূপ নিয়ে আলোচনা করব। ফলাও এর আওতায় পড়ে। তবে এখানে তার পুনরাবৃত্তি না করার চেষ্টা করব। তবুও যুক্তবর্ণের তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই শিক্ষার্থীদের উচিত ধীরে ধীরে তা চর্চা করে আয়ত্ত করা। যুক্তবর্ণের তালিকা :
ক্ +ক = ক্ক টেক্কা
ক্ + ট = ক্ট অক্টোপাস
ক্ + ত = ক্ত ডাক্তার
ক্ + ষ = ক্ষ শিক্ষক (উচ্চারণের সময় 'ক্+ষ' না হয়ে 'ক্+খ' হয়)
ক্ + স = ক্স রিক্সা
গ্ + গ = গ্গ বগ্গা
গ্ + ধ = গ্ধ দগ্ধ
ঙ্ + ক = ঙ্ক পঙ্ক
ঙ্ + খ = ঙ্খ শঙ্খ
ঙ্ + গ = ঙ্গ বঙ্গ
ঙ্ + ঘ = ঙ্ঘ লঙ্ঘন
চ্ + চ = চ্চ উচ্চ
চ্ + ছ = চ্ছ ইচ্ছা
চ্ + ঞ = চ্ঞ যাচ্ঞা
জ্ + জ = জ্জ সজ্জা
জ্ + ঝ = জ্ঝ কুজ্ঝটিকা
জ্ + ঞ = জ্ঞ আজ্ঞা (উচ্চারণের সময় 'জ্+ঞ' না হয়ে 'গ্+গ' হয়)
ঞ্ + চ = ঞ্চ অঞ্চল
ঞ্ + ছ = ঞ্ছ বাঞ্ছা
ঞ্ + জ = ঞ্জ অঞ্জলি
ঞ্ + ঝ = ঞ্ঝ ঝঞ্ঝা
ট + ট = ট্ট অট্টালিকা
ড্ + ড = ড্ড গড্ডালিকা
ণ্ + ট = ণ্ট কণ্টক
ণ্ + ঠ = ণ্ঠ কণ্ঠ
ণ্ + ড = ণ্ড খণ্ড
ত্ + ত = ত্ত উত্তম
ত্ + থ = ত্থ উত্থান
দ্ + গ = দ্গ উদ্গার
দ্ + ঘ = দ্ঘ উদ্ঘাটন
দ্ + দ = দ্দ খদ্দের
দ্ + ধ = দ্ধ যুদ্ধ
দ্ + ভ = দ্ভ উদ্ভব
ন্ + ট = ন্ট পেন্ট
ন্ + ঠ = ন্ঠ লন্ঠন
ন্ + ড = ন্ড লন্ডন
ন্ + ত = ন্ত অন্ত
ন্ + থ = ন্থ পন্থা
ন্ + দ = ন্দ বিন্দু
ন্ + ধ = ন্ধ অন্ধ
ন্ + স = ন্স মুন্সি
প্ + ট = প্ট সাপ্টা
প্ + ত = প্ত সপ্ত
প্ + প = প্প খপ্পর
প্ + স = প্স অপ্সরা
ব্ + জ = ব্জ কুব্জ
ব্ + দ = ব্দ শব্দ
ব্ + ধ = ব্ধ লব্ধ
ম্ + প = ম্প কম্প
ম্ + ফ = ম্ফ লম্ফ
ম্ + ব = ম্ব লম্বা
ম্ + ভ = ম্ভ রম্ভা
ল্ + ক = ল্ক বল্কল
ল্ + গ = ল্গ বল্গা
ল্ + ট = ল্ট উল্টা
ল্ + ড = ল্ড বিল্ডিং
ল্ + প = ল্প অল্প
শ্ + চ = শ্চ নিশ্চয়
শ্ + ছ = শ্ছ শিরশ্ছেদ
ষ্ + ক = ষ্ক পরিষ্কার
ষ্ + ট = ষ্ট কষ্ট
ষ্ + ঠ = ষ্ঠ নিষ্ঠুর
ষ্ + প = ষ্প পুষ্প
ষ্ + ফ = ষ্ফ নিষ্ফল
স্ + ক = স্ক পুরস্কার
স্ + খ = স্খ স্খলন
স্ + ট = স্ট স্টেশন
স্ + ত = স্ত বিস্তার
স্ + থ = স্থ প্রস্থ
স্ + প = স্প আস্পর্ধা
স্ + ফ = স্ফ বিস্ফারিত
এছাড়াও কিছু বহুল ব্যবহৃত তিন বর্ণের যুক্তরূপ দেখানো হল :
ক্ + ষ্ + ম = ক্ষ্ম লক্ষ্মী
ক্ + ষ্ + য = ক্ষ্য লক্ষ্য
গ্ + ন্ + য = গ্ন্য অগ্ন্যাশয়
গ্ + ধ্ + য = গ্ধ্য বৈদগ্ধ্য
ঙ্ + ক্ + ষ = ঙ্ক্ষ আকাঙ্ক্ষা
চ্ + ছ্ + ব = চ্ছ্ব উচ্ছ্বাস
জ্ + জ্ + ব = জ্জ্ব উজ্জ্বল
ণ্ + ড্ + র = ণ্ড্র পুণ্ড্র
ত্ + ত্ + ব = ত্ত্ব সত্ত্ব
ত্ + ম্ + য = ত্ম্য দৌরাত্ম্য
দ্ + ভ্ + র = দ্ভ্র উদ্ভ্রান্ত
ন্ + ত্ + র = ন্ত্র মন্ত্র
ন্ + ত্ + ব = ন্ত্ব সান্ত্বনা
ন্ + দ্ + র = ন্দ্র কেন্দ্র
ন্ + দ্ + ব = ন্দ্ব দ্বন্দ্ব
ন্ + ধ্ + র = ন্ধ্র রন্ধ্র
ম্ + প্ + র = ম্প্র সম্প্রদায়
ম্ + ভ্ + র = ম্ভ্র সম্ভ্রান্ত
র্ + ব্ + য = র্ব্য নৈর্ব্যক্তিক
র্ + ত্ + র = র্ত্র কর্ত্রী
র্ + দ্ + ব = র্দ্ব নির্দ্বিধা
র্ + দ্ + র = র্দ্র আর্দ্র
র্ + ধ্ + ব = র্ধ্ব ঊর্ধ্ব
র্ + শ্ + ব = র্শ্ব পার্শ্ব
ষ্ + ক্ + র = ষ্ক্র নিষ্ক্রিয়
ষ্ + ট্ + র = ষ্ট্র রাষ্ট্র
স্ + ত্ + র = স্ত্র স্ত্রী
স্ + থ্ + য = স্থ্য স্বাস্থ্য
এছাড়াও আরও কিছু কম ব্যবহৃত বা ইংরাজি ও সংস্কৃতে ব্যবহৃত যুক্তাক্ষর রয়েছে।
এখানে দেখা যায় ক্ষ-এর উচ্চারণ বানানের মত নয়। যেমন, 'শিক্ষক' শব্দের উচ্চারণ 'শিক্ষক' না হয়ে 'শিক্খক' হয়ে যায়। জ্ঞ-এর উচ্চারণেও তা'ই; যেমন, 'আজ্ঞা' শব্দের উচ্চারণ 'আজ্ঞা' না হয়ে 'আগ্গা' হয়ে যায়।
বর্ণ ও ধ্বনি নিয়ে আরও কিছু আলোচনা করা জরুরি। কিন্তু আমরা এবার সরাসরি চলে যাবো সন্ধিতে।